রাত ২:২২,   বৃহস্পতিবার,   ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ-ভারতে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি) ও ভারতের বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত বিওপির সীমান্তের চারাগাঁও এলসি পয়েন্টে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম এবং প্রতিপক্ষ ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রাম চন্দ্র এর মধ্যে এ সৌজন্য সাক্ষাতটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের মধ্যে মাদকদ্রব্য, গবাদী পশুসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপার রোধসহ, সীমান্তে শুন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে এক সারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্তের দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর সহকারী পরিচালক, কোম্পানী কমান্ডার, বিওপি কমান্ডার এবং প্রতিপক্ষ ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের উপ অধিনায়ক, ষ্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার, ক্যাম্প কমান্ডারগণ অংশগ্রহণ করেন।