সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ শহরের উত্তর আরপিন নগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহুর মিয়া (২৮) নামের এক শ্রমিক মারা গেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) শহরের উত্তর আরপিনগর সুরমা নদীর তীরবর্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক শহরের বড় পাড়া এলাকার বাসিন্দা সৈয়দ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, উত্তর আরপিন নগর এলাকার সুরমা নদীর তীরের সড়ক প্রশস্ত করণের কাজ চলছে। সেখানে শ্রমিকের কাজ করতেন জহুর। বিকেল ওই সড়কের নবনির্মিত গার্ড ওয়ালে পানির পাম্প দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। হঠাৎ পাানির পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে সেটি পুনরায় সংযোগ দিতে গেলে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনজুর মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।