বিকাল ৫:২২,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বোরো ধান কাটার জন্য বাই‌রের জেলার শ্রমিক আনা যা‌বে না

স্টাফ রি‌পোর্টার :
সুনামগ‌ঞ্জে চল‌তি বো‌রো মৌসু‌মে ধান কাট‌ার জন্য বাই‌রের জেলা থে‌কে শ্র‌মিক আনা যা‌বে না। সুনামগ‌ঞ্জের জেলা প্রশাসন থে‌কে শ্রমিক না আনার জন্য গৃহস্তদের আহবান জানানো হয়েছে।
সুনামগ‌ঞ্জের জেলা প্রশাসক মো.আব্দুল আহাদ জানান, ক‌রোনা ভাইরা‌সের কার‌ণে যান চলাচল বন্ধ, সাধারণ মানু‌ষের জনসমাগম নি‌ষিদ্ধ। প্র‌য়োজন ছাড়া ঘরবা‌ড়ি থে‌কে বের হ‌তে পা‌র‌বেন না। ই‌তিমধ্যে হাও‌রের বো‌রো ধানও পাকা শুরু হ‌য়ে‌ছে। ধান কাট‌তে হাওর এলাকায় জেলার বাই‌রে শ্র‌মিক আনেন গৃহস্তরা (কৃষক)। কিন্তু এবার ক‌রোনা প‌রি‌স্থি‌তির কার‌ণে বাই‌রের জেলা থে‌কে ধান কাটার শ্র‌মিক না আনার আহবান জানানো হয়েছে। বিষয়টা সবাই‌কে জা‌নি‌য়ে দেয়া হ‌চ্ছে।
তি‌নি আ‌রো জানান, দুর্গম হাওরে ধানকাটার কৃষি শ্রমিকরা রাতে থাকার জন্য স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করতে পারবেন। এছাড়া ধানকাটার মেশিন মেরামতের জন্য ওয়ার্কশপ/দোকান খোলা রাখা যাবে।