সকাল ১১:৫০,   শুক্রবার,   ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ভারসাম্যহীন মানুষদের পাশে খাবার নিয়ে ৬ যুবক

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের কারণে সুনামগঞ্জের সব কিছু এখন বন্ধ। যে কারণে সুনামগঞ্জে অবস্থান করা মানসিক ভারসাম্যহীন মানুষ খাদ্য সংকটের কারণে চরম মানবেতর জীবন-যাপন করছিল। যাদের ঠিকানা রাস্তায়, ব্রীজের নিচ কিংবা গাছতলায়। তাদের খাবারের একমাত্র ভরসা ছিলো বিভিন্ন হোটেল-রেস্তুরা। কিন্তু সরকারের দেওয়া ১০দিনের ছুটিতে সব বন্ধ হয়ে গেলে অসহায় মানুষগুলো পেটের ক্ষুধার জ্বালায় আরও কাহিল হয়ে ওঠে। আর ঠিক এমন সময় ওদের পাশে দাঁড়াল ৬জন তরুণ।
তরুণ লাম মিয়ার উদ্যোগে আলমগীর, রকি, তপু, দিদার, মহিম ৬জন কর্মজীবী যুবক। যারা নিজেরাও আজ বেকার। এরা প্রত্যেকে পর্যটন নির্ভর ছোট্ট ব্যবসায়ী।
শনিবার (২৮মার্চ) খোঁজ নিয়ে জানা যায়, প্রত্যেকদিন রাতে ১ বেলা খাবারের যোগান দিচ্ছেন এই যুবকরা।
লাল মিয়ার সাথে কথা হলে তিনি জানান, এরাওতো কারো না কারোও সন্তান। এ সমাজেরই মানুষ। পৃথিবীতে তাদেরও অধিকার রয়েছে দু’বেলা-দু’মুঠো খাবার। এখন ওরা পেটপুরে খেতে পাচ্ছে।