রাত ১২:২৭,   শুক্রবার,   ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,   ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার :
‘মাতৃদুগ্ধদানে সহায়তা করুন – স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন’ এই শ্লোগানে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আয়োজনে আলোচনা সভা হয়।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ, এস, এম আব্দুল মোমেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আশরাফুল হক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসার, সেবা তত্ত্বাবধায়ক, সিনিয়র স্টাফ নার্স বৃন্দ ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।