সুনামগঞ্জে মোদী বিরোধী আন্দোলন ও সাদ গ্রুপের ইজতেমা বাতিল
স্টাফ রিপোর্টার :
ভারতে মুসলিম নির্যাতন ও গণহত্যা বন্ধ এবং মুজিববর্ষে মোদীর আগমন প্রতিহত করার দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে সমমনা ইসলামী ইসলামী দলসমূহ।
শুক্রবার বাদ জুম্মাম শহরের আলফাত স্কয়ার রোড এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এসময় বক্তারা বলেন, ভারতে মুসলিমদের উপর যে হামলা ও নির্যাতন করা হয়েছে তার পরেও আমাদের সরকার মোদীকে মুজিববর্ষে দাওয়া দিয়ে মুসলিমদের অপমান করা হয়েছে। মোদী যদি বাংলাদেশে আসতে হয় তাহলে তাকে তিনটি কাজ করতে হবে। প্রথমত দিল্লিতে যে মসজিদ ভাঙা হয়েছে তার মেরামত করে দিতে হবে, দ্বিতীয় দিল্লিতে আমাদের মুসলমান সম্প্রদায়ের উপর যে হামলা চালানো হয়েছে তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে এবং মোদীকে বিশ্বের মুসলিম উম্মাহ কাছে ক্ষমা চাইতে হবে।
এসময় বক্তব্য রাখেন, মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সাজিদুর রহমান, মুফতি আজিজুল হক, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুর রকিব।
পরে শহরের আলফাত স্কয়ার রোড এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল কাজির পয়েন্ট এলাকায় গেলে পুলিশ বাঁধা দেয়। এসময় আন্দোলনরতরা সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের ধারারগাঁও এলাকা অনুষ্ঠিত “সাদ” পন্তির ইজতেমা বন্ধ করার নির্দেশ প্রদান করে এবং কাজির পয়েন্টে অবস্থান করে। পরে সাদ-পন্তিদের সাথে পুলিশ সুপার জরুরী ভিত্তিতে বৈঠক করে তাদের ইজতেমা বন্ধ করার নিদের্শ দিলে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি হয়।