সুনামগঞ্জে শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ৫৬তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
রোববার বিকেলে এ উপলক্ষে ভার্চুয়ালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন, সিভিল সার্জন ডা শামস উদ্দিন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আল আমিন, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মা সন সিংহ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, বিটিভি প্রতিনিধি এডভোকেট আইনুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল বর্মন প্রমুখ।