সন্ধ্যা ৬:০৩,   সোমবার,   ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে শ্রমজীবীদের মাস্ক বিতরণ করলেন শাহরুখ

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের শ্রমজীবী মানুষের মধ্যে মুখের মাস্ক বিতরণ করেছেন সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সির প্রার্থী মো. এনামুল হক শাহরুখ।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের ঘোলঘরম, কাজির পয়েন্ট, উকিলপাড়া ও আলফাত স্কয়ার রোড এলাকায় শতাধিক শ্রমজীবী মানুষের মধ্যে তিনি এসকল মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা রিয়াদ তালুকদার, আবুল আসাদ লিমন, নিহার রঞ্জন তালুকদার, প্রবাসী মো. আজিজুল হক, ১নং ওয়ার্ডের বাসিন্দা রয়েল আহমদ, শিমুল প্রমুখ।
সম্ভাব্য ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. এনামুল হক শাহরুখ বলেন, করোনা প্রতিরোধে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে। যার জন্য সবা আগে প্রয়োজন সচেতন হওয়া। আমাদের এখানে শ্রমজীবী মানুষেরা বেশি অবহেলায় থাকেন তাই তাদের জন্য আমার ছোট্ট উদ্যোগ।