রাত ৮:৪৯,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে সন্ধ্যা ৭ টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার :

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সুনামগঞ্জে প্রতিদিন সন্ধ্যায় ৭টা মধ্যে ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল প্রকার মার্কেট ও দোকাপাট বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
রোববার রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত করোনা ভাইরাস সংক্রামণ নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন সন্ধ্যা ৭টার পর ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া জেলা সদর, উপজেলা সদর, পৌরসভার সকল প্রকার মার্কেট ও দোকাপাট বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হলো।
নির্দেশনায় আরো বলা হয়, এ নিয়ম না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেও বলে জানানো হয়। জনস্বার্থে সবাইকে এ আদেশ মেনে চলার জন্য বলা হয়।