সন্ধ্যা ৬:৪৫,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে সাড়ে ৬ লাখের অধিক শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে সাড়ে ৬ লাখের অধিক শিশুকে ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল হাম রুবেলা টিকা দেওয়া হবে।
সোমবার দুপুরে জেলা ইপিআই ভবনে হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সিভিল সাজর্ন ডা. শামস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এ কর্মসূচিতে সুনামগঞ্জের ১১ টি উপজেলায় ২ হাজার ৯০৮ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৬ লক্ষ ৭৬ হাজার ৭০৩ জন শিশুকে দেওয়া হবে হাম রুবেলা টিকা, যার মধ্যে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ২ লক্ষ ৯৪ হাজার ১৮১জন। তাছাড়া জেলায় হাম রুবেলা টিকা প্রদানের জণ্য ১২টি স্থায়ী ক্যাম্প খোলা হবে ও অস্থায়ী ক্যাম্প খোলা হবে ২ হাজার ১৬৭টি। তাছাড়া প্রতিটি ইউনিয়নে একটি করে টিকাদান কেন্দ্র খোলা হবে ৮৯টি এবং ১১টি উপজেলায় এবং দুইটি পৌরসভায় ৩টি করে মোট অতিরিক্ত ৩৫ টি অস্থায়ী ক্যাম্প খোলা হবে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সুনামগঞ্জ জেলা ১১টি উপজেলায় দুর্গম ও ঝুকিপূর্ণ কেন্দ্র সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৩টি। ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল হাম রুবেলা টিকাদান কর্মসূচিতে ২৮১ জন স্বাস্থ্য সহকারি, এফডব্লিউএ ৩২২ জন এবং সেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন ২ হাজার ৪০৩ জন স্বাস্থ্যকর্মী।