সুনামগঞ্জে সুরমার পানি বিপদসীমার নিচে, বন্যা পরিস্থিতির উন্নতি
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদ সীমার নিচে নেমে এসছে। প্রায় এ সপ্তাহ বিপদসীমার উপরে থাকার পর শুক্রবার বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত সুরমার পানি।
শুক্রবার সন্ধ্যায় ষোলঘর পয়েন্টে সুরমার বিপদসীমার ১৮ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হয়। সর্বশেষ ২৪ ঘন্টায় মাত্র ১১মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে সুরমার পানি বিদপসীমার নিচে নেমে আসায় সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার অধিকাংশ উপজেলা থেকে পানি নামতে শুরু করেছে। যেসব সড়ক পানিতে তলিয়ে গিয়েছিল তারও ভাসতে শুরু করেছে। স্বাভাবিক হচ্ছে যানবাহন চলাচলও। তবে জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির তদরকি ও মনিটরিং কার্যক্রমের দ্বায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত সচিব শামীমা হককে। তিনি এখন থেকে সুনামগঞ্জে সার্বিক বন্যা ও মানবিক কার্যক্রমের তদারিক করবেন।