সুনামগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিন করোনা রোগী
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগী। শনিবার সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেন তাঁরা। সুস্থ হওয়া রোগীদের মধ্যে ২জন দক্ষিণ সুনামগঞ্জের ও ১জন দিরাই উপজেলার।
এনিয়ে সুনামগঞ্জে ৫জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এর আগে দোয়ারা বাজার উপজেলার একজন ও বিশ্বম্ভরপুর উপজেলার একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাসম উদ্দিন জানান, করোনা আক্রান্ত হওয়ার পর তিন জন সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের নমুনা পরীক্ষায় তিনবার নেগেটিভ আসে। পরে তাদের ছাড়পত্র দেয়া হয়। বাড়ি ফিরেও গেলেও সুস্থ হওয়া রোগীরা আমাদের স্বাস্থ্য বিভাগের নজর দারিতেই থাকবেন।
তিনি জানান, জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০জন। এদের মধ্যে ১০ জন সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন। অন্যরা সিলেট শহীদ সামছুদ্দিন হাসপাতাল ও নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন।