রাত ১১:০৭,   মঙ্গলবার,   ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে হাওরে ধান কাটতে গেলে রিলিফ দেবে প্রশাসন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের মাঠে মাঠে দুলছে বোরো ধান। কিন্তু করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকরা। প্রতিবছর বিভিন্ন জেলা থেকে ধান কাটার জন্য মানুষ এলেও করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার বাইরে থেকে শ্রমিক না আনার জন্য অনুরোধ করেছে প্রশাসন। তবে স্থানীয় বালুমহাল ও বারকি শ্রমিকদেরও কাজ বন্ধ করে হাওরে গিয়ে ধান কাটতে আহ্বান জানিয়েছে প্রশাসন।
তাই কৃষকদের সহায়তা এবং শ্রমিকদের উৎসাহ দিতে নতুন কার্যক্রম হাতে নিয়েছে প্রশাসন। সেখানে বলা হচ্ছে যারা ধান কাটতে মাঠে যাবেন তাদের খাবার সামগ্রী দেয়া হবে।
শুক্রবার রাতে জেলার সব উপজেলার হাওর গুলোতে ধান কাটার জন্য শ্রমিক নিয়োজিত করতে এলাকায় মাইকিং করার জন্য চেয়ারম্যানদের অনুরোধ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। একইসঙ্গে যারা মাঠে কাজে যাবেন তাদেরকে খাদ্য সামগ্রী উপহার দেয়া হবে বলেও জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, সুনামগঞ্জের কৃষকরা যেনো বোরো ফসল ঘরে তুলতে পারে সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বারকি ও বালুমহাল শ্রমিকদের কাজ বন্ধ করে হাওরে গিয়ে ধান কাটার জন্য অনুরোধ করেছি এবং যে বা যারা হাওরে ধান কাটতে কৃষকদের সহায়তা করবেন আমরা তাদের খাদ্য সামগ্রী দেব। কারণ যতো তাড়াতাড়ি সম্ভব আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে ধানগুলো ঘরে তুলে নিতে হবে।