সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ১৩৭ জন প্রবাসী
স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জে ইতালি, যুক্তরাষ্ট্র, ওমান, স্পেন ও সৌদি ফেরত ১৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গেলো ২৪ ঘন্টায় নতুন ৪৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিভিল সার্জন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের স্বাস্থ্য বিভাগের প্রতিটা কর্মী গুরুত্ব সহকারে কাজ করছে। বিভিন্ন দেশ থেকে যে সকল প্রবাসীরা সুনামগঞ্জে এসছেন তাদের খোঁজে বের করে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বাধ্য করা হচ্ছে। যদি কোন প্রবাসী সেটি না মানেন তাহলে ভাম্যমাণ আদালতের মাধ্যমে সংক্রামক আইনে তাঁকে জরিমানা করা হবে।
এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকা ১৩৭ জন প্রবাসীর বিষয়ে সিভিল সাজর্ন ডা. শামস উদ্দিন বলেন, তাদের শরীরে এখন পর্যন্ত করোনার কোন উপসর্গ পাওয়া যায়নি। কিন্তু তারা করোনা ভাইরাস প্রবন দেশ থেকে আসায় ১৪দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।