সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ২৯৭ জন প্রবাসী
স্টাফ রিপোর্টার :
প্রতিনিয়ত সুনামগঞ্জে বাড়ছে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীর সংখ্যা। তুলনামূলকভাবে কম সংখ্যায় বাড়লেও প্রতিদিনই করোনা ভাইরাস থেকে বাঁচতে হোম কোয়ারেন্টাইনে থাকতে সচেতন হচ্ছেন প্রবাসীরা, যার কারণে সুনামগঞ্জে এখন পর্যন্ত ২৯৭জন প্রবাসী হোম কোয়ারান্টাইনে রয়েছেন।
সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গেলো ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬৫ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছ বলে জানানো হয়।
সিভিল সার্জনের দেওয়া তথ্যমতে, সোমবার ইতালি, ফ্রান্স, ওমান, সৌদি আরব, যুক্তরাজ্য, মালয়েশিয়া ফেরত হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২৯৭ জন প্রবাসী। যার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৪৪জন, দোয়ারাবাজার উপজেলায় ৬ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১৭ জন, তাহিরপুর উপজেলায় ২৬ জন, জামালগঞ্জ উপজেলায় ১৯ জন, দিরাই উপজেলায় ৮জন, ছাতক উপজেলায় ২৬জন, জগন্নাথপুর উপজেলায় ১১৩জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৩১জন এবং শাল্লা উপজেলায় ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, এখন পর্যন্ত ২৯৭ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছেন। যারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন তাদের মধ্যে করোনার কোন উপসর্গ পাওয়া যায়নি।