রাত ৪:৪৭,   বুধবার,   ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ২ প্লাটুন সেনাবাহিনী কাজ করবে প্রশাসনকে সহায়তায়

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে কাজ করবে দুই প্লাটুন সেনাবাহিনী।
মঙ্গলবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা যায় তাদের।
জানাযায়, সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা করোনা ভাইরাস সর্ম্পকে সাধারন মানুষজনকে সচেতন করার পাশাপাশি কোন জরুরী প্রয়োজন ছাড়া যেন কেউ ঘরের বাহিরে বের না হন সেই পরামর্শ দিবেন সেনাবাহিনী’র সদস্যারা। তাছাড়া কোন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থেকে কোন দেশে ফেরৎ লোকজন প্রকাশ্যে লোক সমাগমে আসলে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে শাস্তি প্রদান করা হবেও জানান সংশ্লিষ্টরা।
এব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, সেনাবাহিনী সদস্যরা সকাল থেকেই টহল শুরু করে দিয়েছেন। করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন ও জনসমাগন না হয় সেজন্য প্রশাসনসহ দায়িত্বরত সবাই কাজ করছে।