বিকাল ৪:২১,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ৪৫জন পেল প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

স্টাফ রিপোর্টার :
যুব ও ক্রীয়া মন্ত্রনালয়ের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার করোনার কারণে ক্ষতিগ্রস্থ খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীয়া সংগঠক, ক্রীয়া সংশ্লিষ্টদের অনূকূলে মাননীয় প্রধানমন্ত্রী আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন ক্ষকে ৪৫ জনকে ৭ হাজার টাকা করে ঐ আর্থিক অনুদান প্রদান করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
আর্থিক অনুদান বিতরণের আগে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষাও আইসিটি জসিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।