সকাল ৭:২৫,   বৃহস্পতিবার,   ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ কালেক্টরেটের কর্মচারীদের দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার :
বেতনস্কেল ও পদের নাম পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন হয়েছে।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জ কালেক্টরেট সহকারী সমিতির সকল সদস্যরা সকাল ০৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে ১১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। তাছাড়া কর্মসূচিতে আগামী ২২-২৩ জানুয়ারি সকাল ০৯ টা থেকে দুপুর ১২ টা, ২৭-২৮ জানুয়ারি দুপুর ০১ টা এবং ২৫-২৭ ফ্রেবুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতি, অফিস চত্বরে অবস্থান এবং সভা সমাবেশ অনুষ্ঠিত হবে।
এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী সমিতির সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি সুখেন্দু কুমার দাস, সহ-সভাপতি সত্যজিত চৌধুরী মৃদুল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ১৩-১৬ গ্রেডের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারাদেশে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদের বেতনস্কেল ও পদনাম পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছে।