সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন স্থগিত
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস উদ্ভুদ পরিস্থিতির কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছে।
বুধবার(২৫মার্চ) সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনার মো. সুহেল মাহমুদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ১০ অনুচ্ছেদ মোতাবেক আগামী ৪ এপ্রিল জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস উদ্ভুদ পরিস্থিতির কারণে নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।