রাত ৯:৩৬,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি

বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ৭১সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন হয়েছে। জাহাঙ্গীর আলমকে আহবায়ক, মো. তারেক মিয়াকে সদস্য সচিব এবং ৩০জন কে যুগ্ম আহবায়ক করে বৃহস্পতিবার সন্ধ্যায় এই কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে স্থান পেয়ছেন, মুমিত ইসলাম, হাবিবুর রহমান, ইজাজুল হক নাছিম(সদর), হোসিয়ার আলম, রুহুল কিন্তু চৌধুরী, জুনেদ মিয়া(দিরাই), ওবায়দুল ইসলাম, ইমদাদুর রহমান ইমন(ছাতক), টিএম ফখরুল ইসমলাম(দক্ষিণ সুনামগঞ্জ), তানভীর চৌধুরী, বাবুল খান মুন্না, আনোয়ার আলম, কাজী মেজবাহ, সুজাত মিয়া, রেজাউল হক সহল(বিশ্বম্ভরপুর), মিজানুর রহমান মিনু(মধ্যনগর), রুয়েল আহমদ রাজা(জগন্নাথপুর), এএসএম তোজাম্মেল হক (তাহিরপুর), শহিদুল ইসলাম(দক্ষিণ সুনামগঞ্জ), কামাল হোসেন তালুকদার(ছাতক), রেজাউল করিম(দোয়ারা), এইচ এম নাসির আহমদ(দক্ষিণ সুনামগঞ্জ), আবুল কালাম আজাদ(দক্ষিণ সুনামগঞ্জ), চয়নিকা দেবনাথ চয়ন, জায়েদ আহমদ(জগন্নাথপুর), তৌহিদ রহমান আছান, আতাহার চৌধুরী শাহীন, রমজানুল করিম পাপন, এস আর সোহাগ তালুকদার, ইয়াকুব আল মারুফ।
সদস্য হিসেবে স্থান পেয়ছেন, আশিষ দাস, মিশুক আহমদ, হাবিবুর রহমান সুজন(ছাতক), হুমায়ুন কবির, মেহেদী হাসান(দিরাই), মাহবুব আলম, শেখ ফরিদ, সদরুল আমিন, আব্দুল কুদ্দুস সুমন, আব্দুল করিম, খায়রুল হাসান সাজু, সাইফুল ইসলাম জাবেদ(জগন্নাথপুর), জহিরুল হক হিরা, সাইফুল ইসলাম শিপলু, মহিবুর রহমান, মিজানুর রহমান, আল আমিন, নাঈম আহমদ শিশির, আমির হোসেন, শাহ নেওয়াজ, আহম্মেদ জ্যাকি(জামালগঞ্জ), বখতিয়ার আহমদ, সুজন আহম্মদ জিসান, মনোয়ার হোসেন মুন্না, আবু তালেব তালুকদার, নাদিল মাহমুদ মুরাদ, রাকিবুল আলম শাকিল, তৌফিকুর রহমান, ওমর ফারুক, শামছুর রহমান, সাব্বির আহমেদ কিবরিয়া, নাজমুল ইসলাম তপু(রর্মপাশা), সুজন পাল, মুজিবুর রহমান, আকাশ সরকার, ইকবাল হোসেন, হুমায়ূন আহমেদ মারুফ, মো. আবু তালেব তালুকদার, ওয়াবুর মজুমদার(ধর্মপাশা)।
নব গঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে জেলার সব ইউনিট কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণ করার জন্য নির্দেশ দেয়া হয়।
সিলেট বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ওমর ফারুক কাওসার কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।