রাত ১২:০৩,   মঙ্গলবার,   ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। 
রোববার (১০ মে) দুপুরে জেলা পরিষদ চত্বরে কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী কিতরণ উদ্বোধন করা হয়।
সূত্র জানায়, জেলা পরিষদের তহবিল থেকে  জেলার ৫ হাজার কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।রোববার জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। পরে জেলা পরিষদের সদস্যরা নিজ নিজ এলাকায় তালিকাভূক্ত কর্মহীন ও দরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করবেন।
এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর দাস. সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ।
এর আগে এক হাজার কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করে জেলা পরিষদ।