দুপুর ১:৪৮,   শুক্রবার,   ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা মাসুম মাহমুদ বহিষ্কার

নিউজ ডেস্ক :
সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মাসুম মাহমুদ তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মাসুম মাহমুদ তালুকদারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কেন বহিষ্কার করা হয়েছে, জানতে চাইলে বেলাল আহমেদ বলেন, বিজ্ঞপ্তিতে যেটা জানানো হয়েছে, তার বাইরে কিছু বলা যাবে না।
এদিকে, আগামী ২০ অক্টোবর জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপ-নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল হক আফিন্দীকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। দলীয় ম‌নোনয়ন না পে‌য়ে স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে চেয়ারম্যান প‌দে নির্বাচন কর‌ছেন মাছুম মাহবুব তালুকদার।