সুনামগঞ্জ পৌরসভা ; কে হচ্ছেন নৌকার মাঝি ?

বিশেষ প্রতিনিধি :
জেলার মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ পৌরসভা সুনামগঞ্জ পৌরসভা। ভোট সংখ্যা, প্রাচীন ও প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নজর থাকে সুনামগঞ্জ পৌরসভার দিকে।
আসন্ন সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনও এর ব্যতিক্রম নয়। ক্ষমতাসীন আ.লীগের প্রার্থী কে হচ্ছেন তা নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। ইতিমধ্যে এই পৌরসভায় প্রার্থী জট দেখা দিয়েছে।
১৬জানুয়ারী পৌরসভা নির্বাচন। সেই হিসেবে সময় বেশি নেই। অল্প সময়ের মধ্যে দলীয় মনোনয়ন ভাগিয়ে নিতে মরিয়া প্রার্থীরা।
মেয়র পদে প্রার্থী হিসেবে বর্তমান মেয়র নাদের বখত এবারও প্রার্থী হচ্ছেন। দলীয়ভাবে তিনি প্রার্থীতা চেয়েছেন। সাবেক মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই নাদের শক্তিশালী প্রার্থী হিসেবে মনোনয়ন দৌড়ে আছেন।
জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর চন্দ দাস মেয়র নির্বাচনের জন্য অনেক দিন ধরেই প্রচারণা চালাচ্ছেন। প্রায় দশ মাস করোনাকালে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে পৌরবাসীর নজর কেড়েছেন তিনি। ইতিমধ্যে তাঁর পক্ষে প্রচার-প্রচারণাও শুরু হয়েছে।
জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী দলীয় মনোনয়ন প্রত্যাশী। তাঁর পক্ষে নেতাকর্মীরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রচারণা শুরু করেছেন। দলীয় মনোনয়ন লাভের জন্য সর্বাত্বক চেষ্ঠা করছেন তিনি।
শনিবার তিন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এখন দলীয় সভানেত্রী শেখ হাসিনার চুড়ান্ত সিদ্বান্তের দিকে থাকিয়ে আছেন তাঁরা।
জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, এখন পর্যন্ত সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে আগ্রহী প্রার্থীর সংখ্যা তিন জন। আমরা আগ্রহী প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি।