সুনামগঞ্জ পৌর শহরে একদিনে ২২ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েই যাচ্ছে। তবে সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। বুধবার রাতে সুনামগঞ্জের আরও ৩৪ জনের করোনা শনাক্ত হলে সেখানে একদিনে সর্বোচ্চ সুনামগঞ্জ সদর উপজেলায় ২২ জনের করোনা শনাক্ত হয়। তার প্রত্যেকেই সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা। এ নিয়ে সুনামগঞ্জে সদর উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়ালো ৩৮৪ জনে।
জানাযায়, বুধবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ১৪৮ টি নমুনা পরীক্ষা করা হলে ৩৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২২ জন। তাদের মধ্যে সুনামগঞ্জ পৌর শহরের হাজিপাড়া এলাকার ৭ জন, বনানীপাড়া এলাকার ৩ জন, পল্লী বিদ্যুৎ অফিসের ২ জন, ষোলঘর এলাকার ২ জন, নতুন পাড়া এলাকার ২ জন, মুক্তারপাড়া এলাকার ২ জন, জামতলা এলাকার ২ জন, কৃষি ব্যংকের একজন কর্মকর্তা এবং শান্তিবাগ এলাকার একজন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়েছে এখনো কারো মৃত্যু হয়নি তবে সুস্থ হয়েছেন ২০১ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে বুধবার আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় বেশি ২২ জনের শনাক্ত হয়। তাদের মধ্যে নতুন পুরাতন থাকতে পারে, তবে আক্রান্ত সবাইকেই বাড়িতেই আইসোলেশনে রাখা হবে এবং তাদের সংর্স্পশে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।