সুনামগঞ্জ প্রেসক্লাবের কমিটিকে তিন সাংসদ, জেলা প্রশাসকসহ বিভিন্ন মহলের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিকে মহান জাতীয় সংসদের তিন সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। গত শুক্রবার সুনামগঞ্জের পেশাদার সাংবাদিকদের নিয়ে ২১ সদস্যের কমিটি গঠন কার হয়।
অভিনন্দন জানানো সাংসদরা হলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ সদর আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
ফোনে জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ প্রেসক্লাবের নেতৃবৃন্দকে অভিনন্দন জনিয়েছেন।
এছাড়া সুনামগঞ্জ পৌরসভার মেয়ার নাদের বখত প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।