ভোর ৫:০২,   বুধবার,   ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ শহরে করোনা বিষয়ে সচেতনতায় সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের প্রাদুভার্ব মোকাবেলায় সুনামগঞ্জ শহরের রাস্তা গুলোতে সেনা বাহিনী টহল দিয়েছে। সেনা বাহিনীর পাশাপাশি পুলিশও বিভিন্ন সড়কে টহল দিয়েছে। দুই বাহিনীই মাস্ক ও জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে তাদের ঘরমুখি করেছে।
শুক্রবার বাদ জুমা সেনা বাহিনী শহরের বিভিন্ন রাস্তা, বাজার ও গুরুত্বপূর্ন স্থানগুলোতে জনসমাগম রোধ, সামাজিক দূরত্ব নিশ্চিত ও দোকানপাঠ বন্ধ রাখার জন্য সাধারণ মানুষকে সচেতন করেছে। তারা সাধারণ মানুষকে জরুরি কাজ না থাকলে ঘরে থাকার পরামর্শ দিয়েছে।
লে. কর্নেল মাহবুব এর নেতৃত্ব সেনা সদস্য শহরের বিভিন্ন সড়কে টহল দেন।