সুনামগঞ্জ সমিতি ঢাকার সহায়তায় শীতার্তদের পাশে সুনামগঞ্জ প্রেসক্লাব
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সমিতি, ঢাকার সহায়তায় সুনামগঞ্জ প্রেসক্লাবে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে শহরের পুরাতন বাসস্টেশনে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সুনামগঞ্জ সমিতির ঢাকার সাধারণ সম্পাদক ভাষা রেহনুমা রব্বানীর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মহিমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে।
উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সমিতি ঢাকার কার্যকরী সদস্য ডা. নাসির উদ্দিন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান তারেক, কোষাধক্ষ্য এআর জুয়েল, দপ্তর সম্পাদক আকরাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান পীর, সদস্য মাহবুবুল হাসান শাহীন, মোসাইদ আহমেদ রাহাত, দিলাল আহমদ, আল আমিন, সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মহিবুর রহমান মুহিব, নারী নেত্রী শাহ মনোয়ারা আলম বন্যা, সুনামগঞ্জ সমিতি ঢাকার সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসান।