সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে খাদ্য সামগ্রী পেল ২০০ পরিবার
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সরকারি কলেজের আয়োজনে করোনা ভাইরাসে সৃষ্ট সংকট মোকাবিলায় দুইশত অসচ্ছল কর্মচারী ও এলাকার হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার সকালে কলেজ প্রাঙ্গনে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ প্যাকেট লবণ ও ১ টি করে নিম সাবান প্রদান করা হয়।
জানাযায়, সুনামগঞ্জ সরকারি কলেজে কাজ নাই, মজুরি নাই এর ভিত্তিতে নিয়োগকৃত ৪০ জন কর্মচারীকে পুরো এক মাসের খাদ্য সহায়তা প্রদান করবে কলেজ কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ, সর্বজনাব মোঃ আব্দুর রকিব, সহকারি অধ্যাপক (পদার্থবিদ্যা), মোহাম্মদ জমসিদ আলী, সহকারি অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান),মোহাম্মদ মুস্তানসার বিল্লাহ,সহকারি অধ্যাপক (অর্থনীতি), ইভা রায়, সহকারি অধ্যাপক(ইংরেজি), মোঃ জাকির হোসেন, সহকারি অধ্যাপক (বাংলা), মোঃ জালাল উদ্দিন আহমদ, সহকারি অধ্যাপক(প্রাণিবিদ্যা), দর্শন বিভাগের প্রভাষক নূর মুহাম্মদ, প্রধান সহকারি মোঃ জয়নাল আবেদীন, মিলন চন্দ্র সরকার, কম্পিউটার অপারেটর শাহ মোঃ ওমর ফারুক এবং ক্যাশিয়ার মোঃ মনফর আলী।