সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি ডাবল ডেকার বাস সার্ভিস চালু
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি ডাবল ডেকার বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে ডাবল ডেকার বাস যাত্রী পরিবহন শুরু করে। সিলেট বিআরটিসির ডিপো থেকে যাত্রী নিয়ে ডাবল ডেকার বাস সুনামগঞ্জে এসে পৌছে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, অত্যাধুনিক ডাবল ডেকার বাস সিলেট থেকে সুনামগঞ্জে ৭৫জন যাত্রী নিয়ে চলাচল করবে। প্রতিদিন দুটি সুনামগঞ্জ থেকে সিলেটে এবং দুটি বাস সিলেট থেকে সুনামগঞ্জে চলাচল করবে। ননএসি হলেও ডাবল ডেকার বাসটি সাধারণ বাসের চেয়ে দ্বিগুন যাত্রী পরিবহন করে থাকে। এতে সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাসের স্বল্পতা কিছুটা হলেও কাটবে।
এদিকে ডাবল ডেকার বাস চালুর প্রথম দিনই বাস মালিক ও শ্রমিকদের রোশানলে পড়ে। সিলেট-সুনামগঞ্জে সঢ়কের জাউয়াবাজার এলাকায় মালিক ও শ্রমিকরা বাস চলাচলে বাঁধা দেয়। তারা জাউয়াবাজার এলাকায় গাড়িট আটকে দেয়।
সুনামগঞ্জ সদর আসনের সাংসদ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ ডাবল ডেকার বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।