সন্ধ্যা ৬:৫৯,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ-‌বিশ্বম্ভরপুর সড়‌কে ঢ‌লের পা‌নি

স্টাফ রি‌পোর্টার :
উজান থে‌কে নে‌মে আসা পাহা‌ড়ি ঢ‌লে ও টানা বৃ‌ষ্টি‌তে বাড়‌তে শুরু সুনামগ‌ঞ্জের নদ নদীর পা‌নি। বিপদসীমার উপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে সুরমা নদীর পা‌নি। বৃষ্টিপাত অব্যাহত থাক‌লে বন্যার আশঙ্কাও করা হ‌চ্ছে।
পা‌নি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার বি‌কেল ৩টায় সুরমা নদীর পা‌নি ষোলঘর প‌য়ে‌ন্টে বিপদসীমার ৩সে.‌মি. উপর দি‌য়ে প্রবা‌হিত হ‌য়ে‌ছে। সর্ব‌শেষ ২৪ঘন্টায় ১৪৩ মি‌লি মিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে। যদিও শুক্রবার সকা‌লে বিপদসীমার নি‌চে ছি‌লে সুরমা নদীর পা‌নি। দিন বাড়ার স‌ঙ্গে স‌ঙ্গে বে‌ড়ে‌ছে সুরমা নদীর পা‌নি।
এ‌দি‌কে পাহা‌ড়ি ঢ‌লে ড‌ু‌বে গে‌ছে সুনামগঞ্জ-‌বিশ্বম্ভরপুর সড়ক। সড়‌কের লালপুর এলাকা শুক্রবার দুপু‌রে ঢ‌লের পা‌নি‌তে ত‌লি‌য়ে যায়। এ‌তে যান চলাচল বি‌ঘ্নিত হয়। সাধারণ মানুষ চলাচল কর‌তে গি‌য়ে পোহা‌তে হয় ভোগা‌ন্তি।
এছাড়া ঢ‌লের পা‌নি‌তে সড়ক ক্ষ‌তিগ্র‌স্তের খবর পাওয়া গে‌ছে।
সুনামগঞ্জ পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্র‌কৌশলী স‌বিবুর রহমান ব‌লেন, পাহাড়ি ঢল ও বৃ‌ষ্টিপা‌তের কার‌ণে নদী‌তে পা‌নি বাড়‌ছে। এই সময়টা‌তে বৃ‌ষ্টিপাত স্বাভা‌বিক।