সুনামগঞ্জে আবারও বন্যা

বিশেষ প্রতিনিধি :
ভারতের চেরাপুঞ্চিতে টানা বৃষ্টিপাতের কারণে আবারও বাড়তে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৩০সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সর্বশেষ ২৪ঘন্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২০মি.মি.।
সুরমা নদীর পানি বাড়ায় নদী তীরবর্তী কিছু নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সুনামগঞ্জ শহরের নবীনগর, কাজিরপয়েন্ট, উকিলপাড়া ও উত্তর আরপিননগর, পশ্চিম হাজিপাড়া আবাসিক এলাকা ও সড়কে পানি উঠে গেছে। এসব এলাকায় কয়েকশত মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে।
এদিকে জেলা শহরের সঙ্গে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ ছাতক উপজেলা সরসারি সড়ক যোগযোগ বন্ধ রয়েছে।
শহরের উকিলপাড়ার শীতেশ পাল বলেন, এই নিয়ে তিন বার বাসায় পানি ঢুকে গেছে। জীবনে এত পানি আগে দেখিনি। চরম দুর্ভোগের মধ্যে আছি।
শহরের মাইজবাড়ি এলাকার দিলাল আহমদ বলেন, সুরমা নদীর পানি একটু বাড়লেই বাসায় ভিতরে হাটু পানি হয়ে যায়। পরিবারের সদস্যদের নিয়ে আজকে আত্নীয়ের বাসায় উঠেছি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান জানান, ভারতে ভারী বৃষ্টিপাত হওয়ায় সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে। আরও দুই,এক দুই দিন উজানে বৃষ্টিপাত হবে। সেখানে বৃষ্টিপাত বন্ধ হলে পরিস্থিতির উন্নতি হবে।
জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও দুযোগ কমিটির জরুরি বৈঠক করা হয়েছে প্রতিটি উপজেলায়। পানি বন্ধি মানুষজন যাতে আশ্রয় নিতে পারে এজন্য জেলায় প্রায় ৩শতাধিক আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। শুকনো খাবারও মজুদ রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।