সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমার পানি
স্টাফ রিপোর্টার :
কমতে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি। বৃহস্পতিবার সকাল থেকে রোদ উঠায় পানি নামতে শুরু করেছে প্লাবিত এলাকা গুলো থেকে।
বুধবার বিপদসীমার ৩৭সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার তা নেমে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে ১৮সে.মি.ওপর দিয়ে প্রবাহিত হয়।
গত এক সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার সব চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে সুনামগঞ্জে।
সুনামগঞ্জ শহরের নবীনগর, ষোলঘর, ধোপাখালি, কাজিরপয়েন্ট, উকিলপাড়া, উত্তর আরপিন নগর এলাকায় পানি অনেকটা নেমে গেছে। তবে শহরের মরাটিলা, শান্তিবাগ, পশ্চিম হাজিপাড়া, হাজিপাড়া এলাকায় এখনও বন্যার পানি রয়ে গেছে।
সুরমা নদীর পানি কমলেও জেলার ছাতক, দোয়ারা বাজার, সদর, ধর্মপাশা, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুরের হাওর এলাকায় পানি নামছে ধীর গতিতে। এখনও জেলা শহরের সঙ্গে ছাতক, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। বন্ধ আছে যারবাহন চলাচলও।
এসব এলাকায় বিশুদ্ধ খাবার পানি সংকট দেখা দিয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলার বাদেরটেক এলাকার রাসেল মিয়া বলেন, খাবারের চেয়ে বেশি সংকট বিশুদ্ধ পানির, খাওয়ার জন্য পানি পাওয়া কষ্টকর।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাংসদ মুহিবুর রহমান মানিক।
এসময় তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা আমাদের সাধ্যমত বানবাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বানবাসীদের খবরাখবর রাখছেন সার্বক্ষণিক।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান বলেন, উজানে বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা নদীর পারি কমছে। বৃষ্টিপাত না হলে পানি দ্রুত কমে যাবে।