সকাল ১০:৫৩,   মঙ্গলবার,   ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুনামগ‌ঞ্জে ভূকম্পন অনুভূত

স্টাফ রি‌পোর্টার :
সুন‌ামগ‌ঞ্জে ভূকম্পন অনুভূত হ‌য়ে‌ছে। সোমবার বেলা ১টা ৯মি‌নি‌টে ভূকম্পন‌টি অনুভূত হয়। বি‌ভিন্ন উপ‌জেলায় ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গে‌ছে।
ক‌য়েক সে‌কেন্ডব্যা‌পি ভূ‌মিক‌ম্পে ঘরবা‌ড়ি কে‌ঁপে উ‌ঠে। অ‌নে‌কেই এসময় ভ‌য়ে বসতবা‌ড়ি ছে‌ড়ে রাস্থায় চ‌লে আ‌সেন। ত‌বে ক্ষয়ক্ষ‌তির খবর পাওয়া যায়‌নি। তাৎক্ষ‌ণিকভা‌বে উৎপ‌ত্তিস্থল ও ভূ‌মিক‌ম্পের মাত্রা জানা যায়‌নি।