সুসক প্রতিষ্ঠার ৭৫ বছর : ৭ ও ৮ ফেব্রুয়ারি পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার
আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৭৫ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠান, দুপুর ১টা থেকে থেকে ২.৩০ মি. পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি। এরপর ছাত্র সংসদের প্রাক্তন ভি.পি-জি.এসদের পরিচয় পর্ব ও বর্তমান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণমূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় অতিথি ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণ, দুপুর ১টা থেকে ২.৩০মি পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি, এরপর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণ ও সাংস্কুতিক অনুষ্ঠান।
উদযাপন পরিষদ আহ্বায়ক অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, কার্যকরি আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সদস্য সচিব অ্যাড. রুহুল তুহিন আয়োজনকে সুন্দর ও উজ্জ্বল করে তুলতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন।