ভোর ৫:২৮,   বুধবার,   ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুসক প্লাটিনাম জয়ন্তি উৎসব স্থ‌গিত

স্টাফ রি‌পোর্টার :
করোনা ভাইরাসের কারণে সুনামগঞ্জ সরকারি কলেজের প্লাটিনাম জয়ন্তি উদযাপন স্থগিত করা হ‌য়ে‌ছে। সম্প্র‌তি প্লা‌টিনাম জয়ন্তি উদযাপন ক‌মি‌টি দে‌শের সা‌র্বিক প‌রি‌স্থিতি বি‌বেচনা ক‌রে জরু‌রিভা‌বে এই সিদ্বান্ত গ্রহণ ক‌রে।
চল‌তি মা‌সের ২৭ ও ২৮মার্চ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী‌দের নি‌য়ে সুনামগঞ্জ সরকা‌রি ক‌লে‌জের গৌর‌বের ৭৫ বছর উপল‌ক্ষ্যে প্লা‌টিনাম জয়ন্তী উৎস‌বের আ‌য়োজন করা হ‌য়ে‌ছিল। ই‌তোম‌ধ্যে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী‌দের রে‌জি‌স্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হ‌য়ে‌ছিল। দে‌শে ক‌রোনা ভাইরা‌সের কার‌ণে জরু‌রিভা‌বে পূর্ব নির্ধা‌রিত তা‌রিখ সহ সব কার্যক্রম স্থ‌গিত করা হ‌য়ে‌ছে ব‌লে জানান আ‌য়োজকরা।
সুনামগঞ্জ সরকা‌রি ক‌লেজ প্লা‌টিনাম জয়‌ন্তি উদযাপ‌নের অন্যতম সংগঠক আবু সা‌লেহ জানান, প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক হ‌লে সবার স‌ঙ্গে আ‌লোচনা ক‌রে প্লাটিনাম জয়ন্তি উৎসবের পরবর্তী তারিখ ‌ঘোষণা করা হ‌বে।