রাত ৮:০২,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সেচ্ছাসেবী সংগঠন বাঁধনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর

স্টাফ রিপোর্টার :
স্বেচ্ছাসেবী রক্তের সংগঠন বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিট ২০১৯ পরিষদের সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। এরপর দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্নাতক – স্নাতকোত্তর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
বাঁধনের বিদায়ী সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, উপাধ্যক্ষ প্রফেসর মাজহারুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ইফতেকার আলম, বিআইডিসির’র সিনিয়র প্রকৌশলী খালেদুজজ্জামান কল্লোল, সুনামগঞ্জ সোনালী ব্যাংকের সহকারী ম্যানেজার সুজাউল হক, সুনামগঞ্জ সরকারী কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আহসান শহীদ আনসারী, ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের ম্যানেজার আশরাফ হোসেন লিটন, বাঁধনের বিদায়ী পর্যবেক্ষক হাফিজুর রহমান লিটন, বাঁধনের সাংগঠনিক সম্পাদক মাজেদা বেগম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম।
বাঁধনের বিদায়ী সভাপতি মো. সোহানুর রহমান সোহান জানান বাঁধন সুনামগঞ্জ সরকারী কলেজ ইউনিট গত একবছরে বিভিন্ন সময়ে ২২০ ব্যাগ রক্ত সরবরাহ করে মূমুর্ষ মানুষকে বাঁচিয়েছে এবং ১৫০ জন নতুন রক্তদাতা তৈরি করেছে। এছাড়া সারা জেলায় বিনামূল্যে ২১৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়। বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে দেয়া হয়।