সকাল ১০:৩২,   মঙ্গলবার,   ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাশ্রমে সদর উপজেলা ধান কাটলো কৃষক লীগ

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে স্বেচ্ছাশ্রমে ডাকুয়ার হাওরের কৃষকের বোরো জমির ধান কেটে দেওয়া হয়েছে।
বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক সবেদ আলী বোরো জমির ধান কাটা হয়।
সকাল সাড়ে সাতটায় স্বেচ্ছাশ্রমে ধান কাটার উদ্বোধন করেন সুনামগঞ্জ সিলেটে সংরক্ষিত আসনের সংসদসদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
ধান কাটায় অংশ নেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা কৃষক লীগের সদস্য আনোয়ারুল হক, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মইনুল হক, সদস্য সচিব মুহিবুর রহমান মুহিব, কাঠইর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সালেহুর রহমান, সহ সভাপতি মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক তহুর মিয়া, মোহনপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুল ইসলামসহ স্থানীয় কৃষক লীগের নেতাকর্মীরা।