রাত ৮:১৫,   সোমবার,   ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রজব, ১৪৪৬ হিজরি

হতদরিদ্রদের ম‌ধ্যে সুনামগঞ্জ চেম্বা‌রের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রি‌পোর্টার :
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে হতদরিদ্র ও শ্রমিকদের ম‌ধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।
শ‌নিবার সকা‌লে সুনামগঞ্জ জেলা স্টে‌ডিয়া‌মে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতি‌ত্বে হতদ‌রিদ্র ও গরীর মানু‌ষের ম‌ধ্যে খাদ্য সামগ‌্রী বিতরণে প্রধান অ‌তি‌থি ছি‌লেন, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন, সা‌বেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ চেম্বার অব কমাস এন্ড ইন্ড‌াস্ট্রি’র সহ সভাপতি খন্দকার মঞ্জুর আহমেদ, সদর উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান আব‌ুল হো‌সেন, জেলা যুব লী‌গের সদস্য সবুজ কা‌ন্তি দাস, সদর যুব লী‌গের সভাপ‌তি এহসান আহ‌মেদ উজ্জ্বল প্রমুখ।
হতদ‌রিদ্ররা তা‌দের বিপ‌দের সময় সাহায্য করায় চেম্বার ও খায়রুল হুদা চপ‌লের প্র‌তি কৃতজ্ঞতা জানান।