সকাল ১০:১৭,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হলিদাকান্দা বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা

ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এস.এ ফরহাদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা রানী সরকার।
ইউপি সদস্য আবুল কাশেমের পরিচালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক ছাত্র মো. মোতাহার হোসেন, মো. তাজুল ইসলাম বাচ্চু, ফারুক আহমেদ, মিজানুর রহমান, কবির আহমেদ, সাখাওয়াত হোসেন সোহাগ, ইসমাঈল খান, শাহ আলম প্রিন্স, জাহাঙ্গীর খান, মাঈন উদ্দিন, মোবারক হোসেন, জজ মিয়া প্রমুখ।