হাওরে বন্যার্তদের পাশে ঢাবির সৈকত
মাহমুদুর রহমার তারেক :
এবার সুনামগঞ্জের বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সদস্য তানভীর হাসান সৈকত।
করোনাকালীন সময়ে ঢাকার নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে টানা ১২১ দিনের খাবার বিতরণের পর এবার বন্যাকবলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ালেন তিনি।
বন্যার্তদের মাঝে খাবার তুলে দিতে বুধবার ২০ সদস্যের একটি টিম নিয়ে সুনামগঞ্জ পৌঁছান। চার দিন ধরে সুনামগঞ্জ সদর উপজেলার বেঁদেপল্লী সোনাপুরে খাদ্য সহায়তা দিচ্ছেন তিনি।
তানভীর হাসান সৈকত বলেন, বন্যাদুর্গত এলাকা হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলার বেঁদে পল্লী সোনাপুরে চার দিন ধরে দুই বেলা খাবার দিচ্ছি আমরা। প্রতিদিন ১৫০পরিবারকে খাবার দেয়া হচ্ছে। এসব পরিবারে ৪\৫জন সদস্য আছেন। এছড়া গুচ্ছ গ্রামে খাবার দেব আমরা।
তিনি বলেন, আমরা বন্যা দুর্গত এলাকা হিসেবে সুনামগঞ্জে কাজ শুরু করেছি। পরে যাব জামালপুর জেলায়। সেখানে সহায়তা শেষে অন্য দুর্গত জেলায় সহায়তা শুরু করবো।
তিনি আরও বলেন, বন্যা কবলিতদের কাছে খাবারের সঙ্কট এখন বড় হয়ে উঠেছে। আমরা তাদের নিকট খাবার পৌঁছে দেয়ার চেষ্টা করছি। শুধু খাবারের চাহিদা নয়, অন্যান্য চাহিদা মেটানোর চেষ্টা করবো। তবে এর জন্য শুভাকাঙ্খীদের নিকট থেকে আর্থিক সহায়তা প্রয়োজন। আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্যে দিয়ে কাজ করে যাবো।
এমানুষগুলোর সর্বাত্মক সহযোগিতা কিংবা সার্বিক দুর্গতি মোচনের সাধ্য আমাদের নেই। যেকদিন সামর্থ্য থাকবে সহমর্মী হয়ে পাশে থাকতে চাই।