হাজারীগাঁও যুবসমাজ উদ্যেগে ১২০টি পরিবারকে খাদ্য সহায়তা
হাজারীগাঁও যুবসমাজ উদ্যেগে ১২০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকালে দোয়ারাবাজার উপজেলার হাজারীগাঁও গ্রামের যুবসমাজ ও হাজারীগাঁও গ্রামের প্রবাসে থাকা মতিউর রহমান, জুয়েল আহমেদ, জুয়েল মাসুদ, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম মিজান, জাহির ইসলাম, রুবেল রানা, মোঃ মিজান, জায়েদ মিয়া, জাকির হোসেন, ময়না মিয়া, মেহেদী হাসান আনোয়ার, সালেক মিয়া’র অর্থায়নে এ খাবার সামগ্রী প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, পেয়াজ১ কেজি, তেল ১ লিটার, লবন আধা কেজি।
এ সময় উপস্থিত ছিলেন, এ.এস মাহবুব, নজরুল, কামাল আহমদ, আলীম উদ্দিন, সাবাজ, দিলোয়ার, সাইফুল, কবির, তারেক, মাসুম, আল আমিন প্রমুখ। – সংবাদ বিজ্ঞপ্তি