রাত ৯:২৭,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হাজী আবুল কালামের উদ্যেগে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাস পরিস্থিতিতে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সদর উপজেলা আ.লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম।
সোমবার দিন ব্যাপি ইউনিয়নের রাধানগর, গৌরারং ইউনিয়ন অফিস, বেরাজালি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন। ৩৫০জন হদদরিদ্রকে চাল, ডাল, আলু সাবান প্যাকেজজাত করে বিতরণ করা হয়।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে হাজী আবুল কালাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষজন কিছুটা কষ্টে আছে। তাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি, সবার উচিত অসহায় এসব মানুষের পাশে দাড়ানো।