রাত ১০:০১,   শুক্রবার,   ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হাসনাইন খুরশেদের রম্য উপন্যাস ‘আমাদের খালেক ভাই’

নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
হাসনাইন খুরশেদের রম্য উপন্যাস ‘আমাদের খালেক ভাই’ বাজারে এসেছে। হাজারো পণ্যের ভিড়ে তাকে চিনে নিন। ঘরে বসে সুলভে কিনে নিন।
প্রকাশনা সংস্থা গ্রন্থ খামার থেকে প্রকাশিত হাসনাইন খুরশেদের ‘আমাদের খালেক ভাই’ বইটি যে কোনো পাঠকের ভাল লাগবে। বইটি ইতোমধ্যেই পাঠকপ্রিয় হয়ে উঠছে।
লেখক হাসনাইন খুরশেদ বলেন, ‘সবার প্রতি অনুরোধ, বইটি কিনুন, বইটি পড়ুন। আশা করি, ভালো লাগবে’।
১৮৪ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন অশোক কর্মকার। বইটির মূল্য ৩৫০ টাকা হলেও ডিসকাউন্টে কিনতে পারবেন ক্রেতারা।
ডেলিভারি চার্জসহ ঢাকার ভেতরে ৩০০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫০ টাকা দিয়ে অনলাইনে কিনতে পারবেন যে কেউ। বইটি কিনতে গ্রন্থ-খামারের ফেসবুক পেইজে মেসেজ পাঠিয়ে অর্ডার করলেই পৌঁছে যাবে ‘আমাদের খালেক ভাই’।