হিন্দু ছাত্র পরিষদের দ.সুনামগঞ্জ কমিটি গঠন : সভাপতি দুর্গম ও সম্পাদক মন্টু
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
দুর্গম কান্তি দাসকে সভাপতি ও মন্টু দেবনাথকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধায় বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি অপূর্ব দেব ও সাধারণ সম্পাদক রাজন দেব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র-সহ সভাপতি সুব্রত দাস, সহ-সভাপতি বিজয় দেবনাথা, নিকু দাস, সাজন দেব, বাবলু দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক অন্তু তালুকদার, অপু পাল, নয়ন তালুকদার, কানাই দেবনাথ, বিদ্যুৎ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শুভ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দেব, রুপন পাল, শুভজিৎ চক্রবর্তী, ঝলক দেব নাথ, সুমন্ত পাল সমুন, রনি দাস, ছাত্র বিষয়ক সম্পাদক ভ‚ষণ দেবনাথ, সহ- ছাত্র বিষয়ক সম্পাদক নিলমনি ধর, পলাশ দে, রনি দাস, স্বপন রবি দাশ, ধরণী দেবনাথ, দপ্তর সম্পাদক সুমন দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক অজয় পাল, মিশন পাল, মহিলা বিষয়ক সম্পাদক ভাষা রাণী দেব, সহ- মহিলা বিষয়ক সম্পাদক প্রীতি দেবী, হেপী পাল, সুইটি দাশ, প্রচার সম্পাদক কৌশিক দে, সহ-প্রচার সম্পাদক দিলীপ দেবনাথ, অসীম পাল, সরুপ চক্রবর্তী, মিন্টু তালুকদার, বাপ্পী তালুকদা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈকত তালুকদার, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পঙ্কজ দাস, রাদন দেন, অসীম চন্দ্র পাল, জয়ন্ত দাশ, ছাত্রী বিষয়ক সম্পাদক সুমি রাণী দেবী, সহ- ছাত্রী বিষয়ক সম্পাদক রুমা দে, জুই দাস, আইন বিষয়ক সম্পাদক সনক দাস, সহ-আইন বিষয়ক সম্পাদক কৌশিক দাস, পলাশ দাস, নয়ন তালুকদার, অনিক দাস, সাধনদাশ, কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সজিব দৈদ্য বিদ্যুৎ দেবনাথ, মিঠু তালুকদার, কিরণ দাস, প্লাবন দাস, সন্দিপ দাস, কৌশিক বৈদ্য, অমিত চন্দ্র দাস নিলয় দাস, পবিত্র চন্দ্র দাস, জেমস দাস, সুমিত চন্দ্র দাস, রনি দাস, দীপক পাল, সাজু চন্দ্র দাস, যীশু তালুকদার, সনকস কান্তি দাস, বিজিত দাস, অর্গ দেব প্রমুখ। –প্রেস বিজ্ঞপ্তি