বিকাল ৪:১৬,   বুধবার,   ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

৩২শ পরিবারে ইফতার সামগ্রী দিলেন জয়া সেনগুপ্তা

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার নিজস্ব অর্থায়নে দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩ হাজার ২শত দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বশীলদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
বিতরণ কার্যক্রমের সূচনা করেন ড. জয়া সেনগুপ্তা এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, দপ্তর সম্পাদক বিকাশ রায়, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান ছোবা মিয়া, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর সবুজ মিয়া, যুবলীগ নেতা ফারুক সরদার, লালন মিয়া, কলিম উদ্দিন, কামরুজ্জামান, সরোয়ার আহমদ, জুয়েল মিয়া, শ্রমিক নেতা কফিল উদ্দিন, ছাত্রলীগ নেতা আবু সালিম, বিল্লাল হোসাইন, সোহেল মিয়া, রাজীব রায়, মির্জা ইসলাম, সজীব নুর প্রমুখ।