সন্ধ্যা ৬:৪০,   সোমবার,   ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

৫ দফা দাবিতে শহরে বাসমাশিস’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার :
বকেয়া টাইমস্কেল, সিলেকশন গ্রেড প্রদান ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করাসহ মাধ্যমিকের সমস্যা সমাধানের ৫দফা দাবিতে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জে বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার সকালে পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ারে বাসমাশিস এর উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নিকট প্রধানমন্ত্রী বরাবর শিক্ষকদের দাবি-দাবা নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, বাসমাশিস জেলা সভাপতি হাফিজ মাওলানা মো.মাশহুদ চৌধুরী, সহ-সভপতি মফিজুর রহমান, বাসমাশিসের কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক শিক্ষা সম্পাদক মাহমুদুর রমামান, জেলা বাসমাশিসের সাধারণ সম্পাদক একেএম আজাদ, সিনিয়র শিক্ষক মফিজুর রহমান, মো.আনোয়ার হোসেন প্রমুখ
মানববন্ধনে বক্তারা জানান, মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে উন্নতি করতে হলে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করতে হবে। উচ্চ মাধ্যমিকরে সাথে যৌথভাবে কাজ করতে গিয়ে মাধ্যমিকের শিক্ষকদের নানা সমস্যার সম্মুখীন হতে হবে। সেই সাথে শিক্ষা কার্যক্রমেও জটিলতার সৃষ্টি হয়। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক যৌথ থাকায় মাধ্যমিকের শিক্ষকদের গুরুত্ব দেয়া হয়না। তাই মাধ্যমিকের শিক্ষকদের তিনদফা দাবী পূরণসহ সকল সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।