৭২টি পরিবারকে খাদ্য সামগ্রী দিলো দ. সুনামগঞ্জ থানা পুলিশ

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রাণঘাতি করোনা ভাইরাসে গৃহবন্ধী বেকার ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরীর উদ্যোগে ও জেলা পুলিশ সুপারের অনুপ্রেরনায় থানা প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে ৭২ টি হতদরিদ্র পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের উদ্দেশ্যে ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, জাতীর এমন ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মানুষের কর্তব্য। আমি আমার জায়গা থেকে এই ক্ষুদ্র চেষ্টাটুকু করেছি মাত্র। লোক দেখানো কিংবা ছবি তোলা আমার এ সহায়তার উদ্দেশ্য নয়।
তিনি অসহায় মানুষদের সহায়তার জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. ইকবাল বাহার, এসআই আলাউদ্দিন, জয়নাল আবেদীন, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান চকদার, বাবুল হাওলাদার, মনিরুজ্জামান, তারিকুল ইসলাম, এএসআই আবুল হাসনাত চৌধুরী, জাহাঙ্গীর আলম ভূইয়া, প্রনয় নাল প্রমুখ।