রাত ৯:২৫,   শুক্রবার,   ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাত্রলীগ নেতা লাঞ্চিতের ঘটনায় ধর্মপাশা থানার ওসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার:
ধর্মপাশা উপজেলায় আফজাল খান নামের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে ধর্ম অবমাননার অভিযোগে পুলিশের সামনে লাঞ্ছিত করার করার ঘটনায় ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দেলোয়ার হোসেনসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (০৭ এপ্রিল) রাতে পুলিশ সুপার মিজানুর রহমান নিউজসুনামগঞ্জডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান ধর্মপাশার থানার ওসি দেলোয়ার হোসেনকে সুনামগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এর আগে এ ঘটনায় বুধবার দুপুরে ধর্মপাশা থানার এসআই জহিরুল ইসলাম ও এএসআই আনোয়ার হোসেনকেও প্রত্যাহার করা হয়েছিলো।
উল্লেখ, ধর্মপাশা উপজেলার বাসিন্দা ঢাবি ছাত্রলীগ নেতা আফজাল খান হেফাজতের তান্ডব নিয়ে ফেইসবুকে কিছু ছবি শেয়ার দেন। এ ঘটনায় ইউনিয়ন আ.লীগ নেতার ছেলে তাকে লাঞ্ছিত করেন এবং পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেন পরে পুলিশ এসে তাকে হাতকড়া পড়িয়ে সবার কাছে ক্ষমা চাওয়ায়। পরে তাকে থানায় নেয়া হয়। এর তার পরিচয় পাওয়ার পর পুলিশ তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় রাতে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম আলমকে দল থেকে বহিষ্কার করা হয় এবং পুলিশ তাকে আটক করেছে।