সন্ধ্যা ৭:২০,   রবিবার,   ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে কেন্দ্রীয় মন্দিরে স্যানিটেশন সুবিধার উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউড় আখড়া,উপজেলা সদরের কালিবাড়ি মন্দির ও কেন্দ্রীয় মহা শশ্মানঘাটে স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার উদ্যাগ নেওয়া হয়েছে। স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নির্দেশে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় শতভাগ বিশুদ্ধ পানি ও স্যানিটেশন কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে মন্দিরগুলোতে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউড় আখড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, কেন্দ্রীয় মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি সুধাংশু শেখর রায় বাচ্ছু,উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর সাধারণ সম্পাদক হীরা মোহন দেব,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব কেন্দ্রীয় মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শশী কান্ত গোপ উপস্থিত ছিলেন। এসময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আব্দুর রব সরকার কে ধন্যবাদ জানান।
জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার বলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান স্যারের অগ্রাধিকার এ প্রকল্পের কাজ বাস্তবায়নে আমরা কাজ করছি। আশা করছি সকল মানুষ এর সুফল পাবে।