সন্ধ্যা ৭:১৮,   রবিবার,   ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে নলজুর নদীর খনন কাজ উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুরে নলজুর নদীর খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ওই নদী সংলগ্ন পৌরএলাকার বাদাউড়া এলাকায় এ কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আক্তারুজ্জামান আক্তার, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হাসান গাজী, প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সতিশ গোস্বামী, উপজেলা পিআইএ অফিসের সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন ও বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৫ কোটি টাকার অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশন টেক কমিউনিকেশন লিমিটেড ঢাকার তত্ত্বাবধানে উপজেলার নলজুর নদীর বাদাউড়া থেকে এরালিয়া বাজার পর্যন্ত ৫ কিলোমিটার এলাকাজুড়ে খনন কাজ হবে। আগামী ৩০ জুনের মধ্যে এ কাজ শেষ হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নলজুর নদীর খনন কাজ শেষ হলে জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া, মইয়া ও পিংলার হাওরের ফসল রক্ষা পাবে। পাশাপাশি জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে পূর্বাঞ্চলের মানুষ।
উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব অমিত দেব বলেন, সংস্কারের অভাবে উপজেলার বিভিন্ন নদ-নদী নব্যতা হারাতে বসেছে। উপজেলা সদরের নলজুর নদীতে খনন কাজ শুরু হওয়াতে এলাকাবাসী অকাল বন্যা থেকে রক্ষা পাবে।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হাসান গাজী জানান, নলজুর নদীর খনন কাজ শেষ হলে অকাল বন্যা থেকে জগন্নাথপুরের প্রধান তিনটি হাওরের ফসল রক্ষার সুবিধা পাবেন পৌরসভাসহ উপজেলার চিলাউড়া-হলদিপুর ও কলকলিয়া ইউনিয়নের লোকজন।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, নদী সংস্কারের ফলে নদীর ভারসাম্য ফিরে আসবে।